Nabadhara
ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহমূলক সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ১২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের মোল্লা বাড়ি সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি এ এফ এম কাইউম জঙ্গীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির নেতা আতাউর রশিদ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ৯০ জন এসএসসি পরীক্ষার্থীর হাতে উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, হাজী শরীয়ত উল্লাহ বাজার কমিটির সভাপতি নুর ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাবলু, যুগ্ম সম্পাদক খাইরুজ্জামান লাবলু, মো. আতাউর রহমান তসলিম, মো. মোখলেসুর রহমান লেবুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির মঙ্গল এবং পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।