Nabadhara
ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ব্রিজ নির্মাণের সয়েল টেস্টে তৃতীয় দিনেও বের হচ্ছে গ্যাস

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
জানুয়ারি ১১, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি ব্রিজ নির্মাণের জন্য সয়েল টেস্ট করার পর মাটির নিচ থেকে গ্যাস বের হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন খালের পাড়ে। ঘটনার তৃতীয় দিনও গ্যাস নির্গমন অব্যাহত রয়েছে।

জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়ন ও এলজিইডি’র বাস্তবায়নে হেলফ প্রকল্পের আওতায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। ব্রিজ নির্মাণের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওই স্থানে প্রায় ১২০ ফুট গভীরে সয়েল টেস্ট সম্পন্ন করেন ঠিকাদারের শ্রমিকরা। কাজ শেষ করে তারা স্থান ত্যাগ করার পরদিন হঠাৎ ওই স্থানে গ্যাস বের হতে দেখা যায়, যা এলাকায় কৌতূহল সৃষ্টি করেছে।

স্থানীয় ভৈরব বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, মাটি টেস্ট করার পরদিন থেকেই ওই ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছে এবং এটি এখনও অব্যাহত রয়েছে। স্থানীয় বিদ্যুৎ নামের এক ব্যক্তি বলেন, বোরিং শেষে পাইপ তুলে নেওয়ার পরও ওই ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছে। এ ছিদ্রে কিছু ছেলেপেলে আগুন জ্বালিয়েছেন। দুর্ঘটনার আশঙ্কায় রাতের বেলা স্থানীয়রা ইট দিয়ে ছিদ্রটি চাপা দিয়েছেন

হাতিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী এমদাদুল হক বলেন, প্রাকৃতিকভাবে মাটির নিচে গ্যাস পকেট বা বুদবুদ আকারে থাকতে পারে, যা কখনো কখনো এইভাবে নির্গত হতে পারে। তিনি আরও জানান, বিষয়টি দ্রুত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।