Nabadhara
ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

Bayzid Saad
অক্টোবর ২, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা (স্টাফ রিপোর্টার) চিতলমারীঃ

বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজাকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে মন্ডপে মন্ডপে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা।

১১ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্যদিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মহাউৎসব। ইতোমধ্যে রাতদিন পরিশ্রম করে অধিকাংশ প্রতিমার বাঁশ- কাঠের উপর মাটির প্রলেপ দিয়ে মুল কাঠামো নির্মানের কাজ শেষ হয়েছে।এখন নিপুণ হাতে রং তুলির আচড়ে প্রতিমাকে দৃষ্টিনন্দন করার কাজে মহাব্যস্ত প্রতিমা শিল্পীরা। লকডাউন শিথিল হওয়ায় এবার মন্ডপের সংখ্যা বেড়েছে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিমা শিপ্লীদের নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। নিখুঁত ভাবে মনের মাধুরী মিশিয়ে কারিগররা দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গাকে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব ঘনিয়ে আসায় চিতলমারীতে যেন দম ফেলার সময় নেই প্রতিমা তৈরির কারিগরদের। এত ব্যস্ততার পরও নতুন কিছু দিতে না পারলেও সাধ্যমতে চেষ্টা করছেন দেবী দুর্গাকে সাজাতে এমনটিই জানালেন সন্তোষপুর গ্রামের ভাস্কর কানাই মজুমদার।

চিতলমারীর ঔতিহ্যবাহী বড়বাগ সর্বজনীন পূজা মন্ডপের পূজারী লক্ষি মন্ডল বলেন প্রতিমা শিল্পীদের নিপুণ আচড়ে তৈরি করা হয়েছে তাদের মায়ের প্রতিমা। মাটির কাজ শেষ। এখন রংতুলির আঁচড়ে বর্ণিল ভাবে প্রতিমার রুপ দিবেন। এ বছর চিতলমারীতে ১৫৩ টি পূজামন্ডপে শারদীয় উৎসব পলিত হবে বলে উপজেলা প্রশাসন থেকে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।