দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় সীমান্ত ব্যাংক প্রাগপুর (পিএলসি) শাখার উদ্যোগে শীতার্ত, গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে প্রাগপুর বাজারে সীমান্ত এলাকার ২০০জন অসহায় ও শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সীমান্ত ব্যাংক প্রাগপুর শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক প্রাগপুর শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার দিলারা জামান ও প্রাগপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সৈয়দ শুকুর আলীসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ। মানবিক কর্মসূচির আওতায় সীমান্ত ব্যাংকের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ ও সুবিধাভোগিরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

