রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু অবশেষে তার মনোনয়ন ফিরে পেয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলাদেশের বিরুদ্ধে আপীল দাখিলের সময় ছিল ৫ থেকে ৯ জানুয়ারি। কমিশন সূত্রে জানা যায়, এই সময়ে দায়ের হওয়া ১৩টি পেন্ডিং আপিলের মধ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) ৪৮১৫১০নং আপিলসহ ১৮টি আপিল মঞ্জুর করা হয়েছে।
উক্ত আদেশের ফলে খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠুর প্রার্থীতা পুনঃস্থাপিত হয়েছে। অপরদিকে, নামঞ্জুর হওয়া আপিলগুলোর কারণে অন্যান্য প্রার্থীদের প্রার্থীতা যথারীতি বহাল থাকবে।
নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, আইনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সব প্রার্থী নির্বাচনী দফতরে অংশগ্রহণে যোগ্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

