Nabadhara
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের ভাঙ্গায় মাদকসহ আটক ১, মূল হোতাদের খোঁজে ডিএনসি

ফরিদপুর প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ মো. সাহাদাত হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. সফিকউর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে সাহাদাত হোসেনকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত সাহাদাত হোসেনের বিরুদ্ধে পরিদর্শক নিজেই বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৬, তারিখ: ১৭/০১/২০২৬ ইং।

জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার এই বিশাল চালানটি ‘সেকেন’ নামক এক ব্যক্তিকে হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মাদক চক্রের এই গুরুত্বপূর্ণ যোগসূত্রটি এখন ডিএনসি কর্মকর্তাদের নজরে রয়েছে।

রোববার সন্ধ্যায় তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আটক আসামির ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। কল লিস্ট এবং মেসেজ পর্যালোচনার মাধ্যমে এই চক্রে আর কে বা কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।