Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাটে উপদেষ্টা ফারুক ই আজমের মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে জয়পুরহাটে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। তিনি বলেন, “যাতে আগের মতো আর কোনো স্বৈরাচারী সরকার মানুষকে গুম, হত্যা কিংবা রাস্তায় নিপীড়ন চালাতে না পারে, সেজন্যই ‘হ্যাঁ-না’ ভোটের উদ্যোগ। সংস্কারের অংশ হিসেবে এই ‘হ্যাঁ-না’ ভোট এ সরকারের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। সংস্কারের জন্যই এ সরকার এসেছে, সংস্কারই এ সরকারের ম্যান্ডেট।”

তিনি আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা, জেলা কৃষি অফিসার সাদিকুল ইসলামসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় আসন্ন সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে করণীয়, ভোটারদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদারের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। সভা থেকে নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত সকল সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।