Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্ট্রোকে জামায়াত আমির আবুল হাশেমের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা: মান্নান হার্ট এন্ড জেনারেল হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ  সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। হসপিটালের চিকিৎসক ডা: আব্দুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজে শিক্ষক ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের জেলা জুড়ে ছায়া নেমে এসেছে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক বলেন, মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এন এস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তব্য রাখছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান জামায়াতের এই নেতা।

ডা: মান্নান হার্ট এন্ড জেনারেল হসপিটালের চিকিৎসক ডা: আব্দুল মোমেন বলেন, হসপিটালে আসার আগেই আমীর সাহেবের মৃত্যু হয়েছে। সুতরাং মৃত্যুর কারণটি এখনি নিশ্চিত করে বলতে পারছি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।