Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নারী অর্ধেক নয়, সমান শক্তি: সামসুন্নাহার নাফিসার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বাণী—“বিশ্বে যা কিছু মহান ও চিরকল্যাণকর, তার অর্ধেক করেছেন নারী অর্ধেক তার নর”—আজও প্রাসঙ্গিক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নারীরা শিক্ষা, চাকরি এবং উদ্যোক্তা হিসেবে সমানভাবে এগিয়ে যাচ্ছেন। অনলাইন ব্যবসার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং সাফল্য বিশেষভাবে চোখে পড়ার মতো।

কবি নজরুল সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স শিক্ষার্থী সামসুন্নাহার নাফিসার এমনই এক অনুপ্রেরণার উদাহরণ। কোভিড-১৯ মহামারির সময় দীর্ঘদিন ঘরে থাকা অবস্থায় নাফিসা রান্নার প্রতি আগ্রহ দেখান এবং সামাজিক মাধ্যমে রান্নার ভিডিও শেয়ার করতে শুরু করেন। ভিডিওগুলো জনপ্রিয়তা পাওয়ার পর তিনি অনলাইন বেকিং বিজনেস শুরু করার সিদ্ধান্ত নেন।

শুরুর দিকে টিউশনের সঞ্চয় এবং মায়ের কাছ থেকে প্রাপ্ত অর্থ মিলে মোট ৩০ হাজার টাকা বিনিয়োগ করে নাফিসা ওভেন ও অন্যান্য বেকিং সরঞ্জাম সংগ্রহ করেন। তবে ব্যবসার শুরুতে তাকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়—ক্রেতাদের বিশ্বাস অর্জন, অর্ডার বাতিল, ডেলিভারি চার্জ ইস্যু এবং অনেকে তাকে ছোট বলে অবহেলা করত।

নাফিসা বলেন, “পরিবারের সমর্থন ছিল আমার সবচেয়ে বড় শক্তি। যখন ব্যবসায় ক্ষতির মুখোমুখি হতাম, মা আমাকে উৎসাহ দিত। হয়তো পরিবারের সাপোর্ট না থাকলে এত দূর আসতে পারতাম না।”

বর্তমানে পড়াশোনার পাশাপাশি ঘরে বসেই মাসে ২০–২৫ হাজার টাকা আয় করছেন নাফিসা। তিনি ভবিষ্যতে ব্যবসাটিকে আরও বড় পরিসরে নেওয়ার স্বপ্ন দেখছেন এবং নিজের একটি শপ খুলতে চান।

নাফিসার কথায়, “ব্যবসা আমি পছন্দ করি কারণ এখানে নিজের মতো করে কাজ করা যায়। উপহাস কে করল তা না ভেবে নিজের স্বপ্নের পেছনে লেগে থাকতে হবে। আমার আত্মবিশ্বাসই আমাকে এত দূর নিয়ে এসেছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।