Nabadhara
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুদিন পর নিখোঁজ রিয়ানের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

নিখোঁজ হওয়ার দু’দিন পর শিশু সেজাত হোসেন রিয়ান (৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার হয়।

শিশু রিয়ান সদর উপজেলার আখড়াখোলা ইউনিয়ন সদরের শাহাদাত হোসেন সাজুর ছেলে।

বল্লী ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ গোলাম কিবরিয়া জানান, তাঁর  আপন ছোট ভাই মতিয়ার রহমান সরদার শিশু রিয়ানের নানা।

রিয়ান প্রায়ই নানার (তাদের) বাড়িতে আসতো।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নানার বাড়ি থেকেই রিয়ান নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় রিয়ানের মা ইশরাত জাহান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাবেক মেম্বার গোলাম কিবরিয়া আরো বলেন, শিশু রিয়ানকে অপহরণ করা হয়েছিলো। দুজন লোক একটি মোটরসাইকেলে করে তাকে নিয়ে যায়। সদরের রাজনগর বাজারে অনেকেই তাদেরকে দেখেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মুহা: মাসুদুর রহমান জানান, গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।