Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আধুনিক ব্যবস্থাপনায় বিরামপুরে কুল চাষে সাফল্য

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় আধুনিক ব্যবস্থাপনায় কুল বা বড়ই চাষ করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে লিয়া কুলবাগান। উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর চায়না অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত এই বাগানটি রমজান মাসকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে কুল সরবরাহ করে ফলের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মহাসড়কের পাশেই প্রায় ১০ বিঘা জমির ওপর গড়ে ওঠা বাগানটিতে রয়েছে প্রায় ৪৫০টি কুল বা বড়ই গাছ। কুল চাষের পাশাপাশি বাগানে লিচু গাছও রয়েছে। আধুনিক পরিচর্যা, সঠিক পরিকল্পনা ও নিয়মিত তত্ত্বাবধানে বাগানটি বর্তমানে একটি লাভজনক কৃষি উদ্যোগে পরিণত হয়েছে।

বাগানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ম্যানেজার দেলোয়ার হোসেন। তিনি জানান, বাগানে নিয়মিত ছয় থেকে সাতজন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন। তারা গাছে স্প্রে করা, পরিচর্যা, ফল সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। কর্মচারীদের মধ্যে সাইদুর রহমান, রেজাউল ও সাহাজুলসহ আরও কয়েকজন রয়েছেন।

পাখির আক্রমণ থেকে কুল রক্ষায় পুরো বাগানটি নেট দিয়ে ঘেরা হয়েছে। তবে কিছু পাখি ফাঁকফোকর দিয়ে ঢুকে ক্ষতির চেষ্টা করে বলে জানান তিনি। দেলোয়ার হোসেন আরও বলেন, প্রতিটি গাছ থেকে গড়ে ১০ থেকে ১২ কেজি কুল সংগ্রহ করা সম্ভব হচ্ছে।

সংগ্রহ করা কুলগুলো কার্টুনে প্যাকেট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। প্রতিটি কার্টুনে থাকে ৩৫ থেকে ৩৭ কেজি কুল।

লিয়া কুলবাগানের মালিক ডা. তৌফিক এলাহী উচ্ছাস বলেন,“কৃষিই আমাদের দেশের মূল শক্তি—এই বিশ্বাস থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি। আধুনিক পদ্ধতিতে ফল চাষের মাধ্যমে মানসম্মত উৎপাদনের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই আমার লক্ষ্য। ভবিষ্যতে এই বাগান আরও সম্প্রসারণ করে অন্যান্য ফল চাষের পরিকল্পনাও রয়েছে।”তিনি আরও বলেন, রমজান মাসে মানুষের পুষ্টিকর ও নিরাপদ ফলের চাহিদা পূরণে এই বাগান ভূমিকা রাখতে পারলেই তাঁর উদ্যোগ সার্থক হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন,“লিয়া কুলবাগানটি বিরামপুর উপজেলায় আধুনিক ফল চাষের একটি সফল উদাহরণ। সঠিক পরিচর্যা ও পরিকল্পিত ব্যবস্থাপনায় এখানে ভালো ফলন পাওয়া যাচ্ছে। এ ধরনের উদ্যোগ রমজান মাসে ফলের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।