শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের ফল ব্যবসায়ী পলাশ মাহমুদকে (৩২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহত পলাশের বাবার নাম খোকন শেখ। পলাশ লোহাগড়া বাজারের ফল ব্যবসায়ী ছিলেন। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবার সুত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যা কান্ড ঘটেছে বলে ধারনা করছে।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন নবধারা কে বলেন, পলাশ মাহমুদকে কী কারণে কে বা কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।