কচুয়া(বাগেরহাট)প্রতিনিধিঃ
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় গৃহ শিক্ষক নিহত,অপর ২জন গুরুতর আহত । জানা যায় শুক্রবার (২৯অক্টোবর)বিকাল সাড়ে ৩টায় কচুয়া উপজেলার কচুয়া সদর ইউনিয়নের ব্র্যাক অফিসের সামনে মটর সাইকেল পিছন দিক থেকে এসে বাইকেল সহ গৃহশিক্ষক গোবিন্দ দেবনাথকে আঘাত করলে ঘটনাস্থলেই গৃহশিক্ষক গোবিন্দ দেবনাথ মারা যায়।
অপরদিকে মটর সাইকেলে থাকা চালক মান্না(২০)ও আকাশ (২০) গুরুতর আহত হয়। আহতদের প্রথমে কচুয়া ও বাগেরহাট হাসপাতালে নিলে পরে তাদের উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। নিহত গৃহশিক্ষক গোবিন্দ দেবনাথ কচুয়ার আড়িয়া মর্দন গ্রামের মৃত: দেবেন্দ্রনাথ দেবনাথের পুত্র।কচুয়া থানা পুলিশ নিহত গৃহশিক্ষকের লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে পোস্ট মর্টেমের জন্য আইনগত ব্যাবস্থা নিচ্ছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।