Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরন

MEHADI HASAN
নভেম্বর ১১, ২০২১ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া( বাগেরহাট)প্রতিনিধিঃ

বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, রবি/২০২১-২২ মৌসুমে শীতকালীন রবিশষ্য গম,ভুট্্রা,সরিসা,সূর্যমুখী ও খেসারীর বীজ ব্যাবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কচুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসুচির আওয়াতায় বিনামূল্যে বীজ ও রাশায়নিক সার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্তরে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কেএম সাহাবুদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক,প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল। এ সময় উপজেলা কৃষি অফিসের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কেএম সাহাবুদ্দিন আহম্মেদ আমাদের প্রতিনিধিকে জানান যে,এ প্রণোদনা কর্মসূচির আওয়াতায় জন প্রতি বীজ ভুট্্রা -১০ কেজি, গম-২০কেজি, সরিষা-১কেজি, সুর্যমুখি-১ কেজি, খেসারী – কেজি,ডিএপি-১০কেজি এমও পি-১০ কেজি সার করে মোট ৪১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট-১১৮০কেজি বিভিন্ন জাতের বীজ, ডিএপি-৭১০০কেজি এবং এমওপি-৭১০০ কেজি রাসায়নিক সার বিতরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।