Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুজিব বর্ষেই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট – এমডি বিআইএফপিসিএল

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৫, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদ বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকারের অংশ হিসেবে মুজিববর্ষে শতভাগ মানুষের কাছে বিদ্যুত পৌছে দেয়ার লক্ষ্ কে সামনে রেখে আমরা কাজ করছি। তার মতে, দেশে বিদ্যুতের কোন ঘাটতি নেই। বর্তমান সরকার বিদ্যুতের উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে।

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় রামপাল পাওয়ার প্লান্টের উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, চীফ প্রকিউরমেন্ট অফিসার মোঃ মফিজুল ইসলাম, জেনারেল ম্যানেজার দেবাশীষ নাথ, মিহির কুমার মোহন্তী, এজিএম সিদ্ধার্থ মন্ডল, এজিএম বাপ্পাদিত্য সরকার, ম্যানেজার তরিকুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টারর্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক সুধাংশুসহ বিআইএফপিসিএল’র পদস্থ কর্মকর্তাগত উপস্থিত ছিলেন।

এর আগে প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদ বিআইএফপিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করে রামপাল পাওয়ার প্লান্ট প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এবং পদস্থ কর্মকর্তাদের কাছে কাজের অগ্রগতির সার্বিক খোজ খবর নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।