
কোটালীপাড়া প্রতিনিধিঃ
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ, কুশলা ও কলাবাড়ি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার খায়রুল হাসান।
তিনি বলেন, উপজেলার কলাবাড়ি, সাদুল্লাপুর, রাধাগঞ্জ, বান্ধাবাড়ি, কুশলা, হিরণ, পিঞ্জুরী,কান্দি, শুয়াগ্রাম ও আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। এর মধ্যে হঠাৎ আজ দুপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা জারির কপি হাতে পাওয়ায় হিরণ, কুশলা ও কলাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।