শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীর পারিবারিক কবর স্থানে শ্রদ্ধা ও ভালবাসায় শিক্ত হয়ে চির নিদ্রায় শায়িত হলেন উপজেলা আ’লীগের প্রবীন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মো: গিয়াস ইদ্দিন আহম্মেদ মাষ্টার (৮৫)। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউএনও মোঃ মারুফুল আলমের নেতৃত্বে রাস্ট্রীয় মর্যাদায় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন।
এসময় বাগেরহাট জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ ভূঁইয়া হেমায়েত উদ্দিন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল ইসলাম ছানা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস, থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন, রফিকুল ইসলাম তাপস, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান পান্না, যুব ও ক্রীড়া সম্পাদক এম এ খসরু আহম্মেদ, ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান, ছাত্র লীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, সাধারন সম্পাদক রবীন হিরা। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারন সম্পাদক তাওহিদুর রহমান বাবু, সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাফা উপস্থিত ছিলেন।এরপর মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দিনের পক্ষে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বাগেরহাট জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গিয়াস উদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বার্ধক্যজনিত কারনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।