Nabadhara
ঢাকাবুধবার , ১ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, থানায় অভিযোগ

MEHADI HASAN
ডিসেম্বর ১, ২০২১ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে সামাদ শরীফ (৪৫) নামে স’মিল মালিকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চুনখোলা গ্রামের সাইদের মোড়ে স মিলের ঘরে গত সোমবার সকাল ১০ টার দিকে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে যখমী ভিকটিমকে মেডিকেলে ভর্তি ও থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ ও ভিকটিম পরিবার সুত্রে জানা যায়, শাসন গ্রামের রাঙ্গা মিয়া শরীফের ছেলে সামাদ শরীফ একই গ্রামের প্রতিবন্ধী শিশুকে একা পেয়ে তার স মিলের ছোট্ট ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এরপর বিষয়টি ঢেকে রাখতে ওই প্রতিবন্ধী শিশুকে ভয়-ভীতি প্রদর্শন করে ছেড়ে দেয়। শিশুটি ভীতসন্ত্রস্ত ও যখমী অবস্থায় বাড়িতে ফিরে গিয়ে কারো কাছে কিছু না বলে কেবল নিথর পড়ে থাকে। তাঁর পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পারায় কেবল অসুস্থ ভেবে তার যত্ন নেয়। এর একদিন পর মঙ্গলবার পরিধেয় কাপড়ে রক্ত দেখেন ভিকটিমের মা। এরপর তিনি অভয় দিয়ে শিশুটির থেকে জানতে পারেন ধর্ষণের বিষয়টি। পরে তাকে মেডিকেলে ভর্তিসহ  থানায় অভিযোগ দায়ের করা হয় ওই পরিবারের পক্ষ থেকে।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, আমাদের  স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে পরীক্ষা করে জানান, শিশুটি ধর্ষিত হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য খুলনা  মেডিকেলে (খুমেক) প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস জানান, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পেয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।