সালথা ( ফরিদপুর) প্রতিনিধিঃ
সালথা উপজেলা বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলমের ৫০ তম জন্মদিন উদযাপিত হয়েছে।আজ বুধবার সন্ধায় তার নিজবাড়িতে জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন সংগঠনের নেতারা সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেছবুক,হয়াটসাপ, মেসেঞ্জার, মুঠোফোনসহ,সাক্ষাতে ফুলদিয়ে উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা জানাতে থাকেন।
তাদের অফুরন্ত ভালবাসায় সিক্ত হন তিনি। সন্ধায় এলাকাবাসীর উদ্যোগে বিশেষ আয়োজনে জন্মদিন উদযাপন করা হয়। এসময় বল্লভদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার, ইউনিয়ন আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওলিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে দোয়ার শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে এ আয়োজন সমাপ্ত করা হয়।
১৯৭২ সালের এই দিনে মাহবুব আলম বল্লভদী ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া জীবন শেষ করে এলাকার সমাজ সেবায় সর্বদা তিনি নিজেকে নিয়োজিত রাখছেন।