শাফিকুল ইসলাম সাফা চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধুর ছোট ভায়ের স্ত্রী শহীদ শেখ অবু নাসেরের সহধর্মিনী ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা শেখ রাজিয়া নাসেরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় চিতলমারী উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ স্মরণ সভায় উপজেলা আ’লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ সাকাওয়াত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস, উপজেলা আ’লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ বাদশা মিয়া, ইনঞ্জিনিয়র রফিকুল ইসলাম তাপস, বীর মুক্তিযোদ্ধা মুন্সি গাউসুল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ, যুগ্ম আহবায়ক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক এস এম সোহেল,যুবলীগ আহবায়ক নজরুল ইসলাম শেখ, ছাত্রলীগ সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি।