শরিফুল ইসলাম, নড়াইলঃ
ভারতীয় এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার, নড়াইল তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর হাসপাতাল সংলগ্ন হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের ম্যানেজার শতদল ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন-এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার নড়াইলের উদ্যোক্তা শাহাবুল ইসলাম সবুজ ও তরিকুল ইসলাম, বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল বাকী, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ শেখসহ অনেকে। ভারতের স্বনামধন্য এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের মাধ্যমে নড়াইলসহ বাংলাদেশের ক্যান্সার রোগিরা বিভিন্ন পরামর্শ ও চিকিৎসা পাবেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগিদের চিকিৎসা সেবা দিবেন। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের শাখা রয়েছে। যার মাধ্যমে ক্যান্সার রোগিরা সহজে চিকিৎসা সেবা পেয়ে থাকেন বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা।