Nabadhara
ঢাকাসোমবার , ৬ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে পারিবারিক কলহের জেরে ভগ্নিপতির সাবলের আঘাতে শ্যালক খুন

Bayzid Saad
ডিসেম্বর ৬, ২০২১ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম (কালিয়া) নড়াইলঃ

নড়াইলের নড়াগাতী থানার চোরখালী গ্রামে রুকু শেখ (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছে ওই গ্রামের মৃত পরান ফকিরের ছেলে ও মৃতের ভগ্নিপতি কুদ্দুস ফকির (৬০) এর হাতে।

৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টার দিকে লোহার সাবোল দিয়ে তার মাথায় আঘাত করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় ৬ ডিসেম্বর (সোমবার) তার মৃত্যু হয়। ঘাতক পলাতক রয়েছে। রুকু শেখ ওই গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শ্যালক ও ভগ্নিপতির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার সকাল ১০ টার দিকে রুকু শেখ পাশেই নদীর পাড়ে বড়দিয়া- মহাজন ফেরীঘাটে দিকে গেলে কুদ্দুস ফকির লোহার সাবোল নিয়ে শ্যালক রুকু শেখের মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় ও স্বজনরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাত দুটোয় ঢাকা নেওয়ায় পথে রাত ৪ টায় তার মৃত্যু হয়।

এদিকে নিহত রুকু শেখের ছেলে মনির শেখ সত্যতা গোপন রেখে বলেন, আমি ঢাকায় থাকি, এ ঘটনা শোনার পরে বাবার চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানিনা বলে এড়িয়ে যান।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাঃ রোকসানা খাতুন নবধারা কে বলেন, সুরতহাল রিপোর্টের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।