Nabadhara
ঢাকাসোমবার , ৬ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মোল্লার মৃত্যুতে শেখ হেলালের শোক

MEHADI HASAN
ডিসেম্বর ৬, ২০২১ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী: 

বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোল্লা (৭৫) সোমবার দুপুর ৩টা-৪৫মি:সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি …রাজিউন) মৃত্যু কালে তিনি স্ত্রী এক কন্যা, দুই পুত্রসন্তানসহ বহুগুণগ্রহী রেখে গেছেন।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের পক্ষ থেকে শোক বিবৃতি প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পৃথক ভাবে শোক বিবৃতি প্রদান করেছেন ।

বিবৃতি দাতারা হলেন, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ- সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো: কেরামত আলী শেখ, শামীম আনোয়ার বাবু, বীর মুক্তি যোদ্ধা মো: আবুতালেব শেখ, শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারন সম্পাদক এস,এম সোহেল,সাংবাদিক শফিকুল ইসলাম সাফা প্রমুখ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে শারিরিক অসুস্থতায় ভুগছিলেন। গত ২ ডিসেম্বর তার শারিরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় তাকে ঢাকা মিডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৬ ডিসেম্বর সোমবার দুপুর ৩টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।