আর টি হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের সমাজ গড়ি” প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ইং উদযাপন উপলক্ষ্যে জয়িতা সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম।
অন্যান্যদের মধ্যে উপজেলা দূর্নীতি কমিটির সভাপতি মোঃ আঃ কুদ্দুস খাঁন, সাধারণ সম্পাদক মাছরুর খাঁন সবুজ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার এস আই শরীতুল্লাহ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা পি আইও পরিতোষ বাড়ৈ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে তিনজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অফিস সহকারী রফিকুল ইসলাম রফিক।