Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৯৭ হাজার ৫৮৫ শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

Bayzid Saad
ডিসেম্বর ১০, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের তিনটি উপজেলায় ৯৭ হাজার ৫৮৫ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল সিভিল সার্জন অফিস সভাকক্ষে আয়োজিত কর্মশালায় বিষয়টি অবহিত করেন সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার।

তিনি বলেন, আগামী ১১ ডিসেম্বর শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ৬ থেকে ১১মাস বয়সী ১১হাজার ৮০৫জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৫ হাজার ৭৮০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে এ কার্যক্রম চলবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন-মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত হালদার, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম আল মামুন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোল্যা ফোরকান আলীসহ সাংবাদিকরা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।