নবধারা প্রতিনিধিঃ
সারা দেশের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা টিকা প্রদানের কাজ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জন কে টিকা প্রদান করে এ কাযক্রম শুভ সূচনা করা হয়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মি, উপজেলায় কর্মরত কর্মকর্তা,পুলিশ সহ যারা করোনা কালীন সময়ে সম্মূখ যোদ্ধা হিসেবে কাজ করেছেন তাদের কে এ টিকা দেওয়া হলো। তবে এ তালিকায় কোন গনমাধ্যম কর্মীর স্থান হয় নাই।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন ও অফিসার ইনচার্জ এ কে এম নাসিম কে টিকা দিয়ে এ কাযক্রমের উদ্ভোধন করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহকারী কমিশনার (ভুমি) দেদারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।