নাজিরপুর উপজেলা প্রতিনিধিঃ
নাজিরপুরে কোভিট-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।নাজিরপুর থানার অফিসার ইনচার্জ শেখ আসরাফুজ্জামান প্রথমে এ টিকা নেন পরে পর্যায়ক্রমে জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান এ টিকা নেন।রবিবার বেলা ১১ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর বড় ভাই এস এম নজরুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস রুনা উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান নবধারাকে বলেন, এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন,কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই, তিনি আরো বলেন, টিকা নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হয়, তিনি রেজিষ্ট্রেশনের মাধ্যমে ধারাবাহিক ভাবে সবাইকে টিকা নেয়ার আহবান জানান।