Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে গ্রেফতার

Bayzid Saad
ডিসেম্বর ১৪, ২০২১ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত ও সাজাপ্রাপ্ত আসামী সাবুর বখতিয়ারকে ঢাকা থেকে আটক করেছে কালিয়া থানা পুলিশের একটি দল। নড়াইল সদর থানা, কালিয়া থানায় ও জেলা দায়রা আদালতে তার নামে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৪ডিসেম্বর) রাজধানী গ্রীন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। সাবুর বখতিয়ার ওই গ্রামের আব্দুর রউফ মোল্যার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ও অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক সায়েম উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি দল রাজধানীী গ্রীন রোড থেকে ৮টি মামলার ওয়ারেন্ট ও একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী সাবুর বখতিয়ার কে আটক করে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া নবধারা কে বলেন, পুলিশ সুপারের নির্দেশক্রমে কালিয়া থানার একটি অভিযানিক দল ঢাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আটক আসামীর নামে নড়াইল সদর থানায় ২টি, নড়াইল কোর্টে ১টি এবং কালিয়া থানায় ৫টি মামলার সবগুলোয় ওয়ারেন্ট ও ১টি মামলায় ১বছরের সাজা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।