Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Bayzid Saad
ডিসেম্বর ১৪, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে টুঙ্গিপাড়া কলেজের পতাকা দণ্ডের স্তম্ভের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। একই সাথে কালো পতাকা উত্তোলন এবং কালোব্যাজ ধারণ করা হয়।

পতাকা উত্তোলন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপরে শিক্ষক পরিষদের হলরুমে ১৯৭১ সালের ১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের উপাধ্যক্ষ মনি মোহন অধিকারী, বাংলা বিভাগীয় প্রধান মিজানুর রহমান, পরিসংখ্যান বিভাগীয় প্রধান জিয়াউল হক, ইংরেজি বিভাগের প্রভাষক পার্থ বিশ্বাস, কৃষিশিক্ষা বিভাগীয় প্রধান প্রভাষক প্রদীপ কুমার বিশ্বাস ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ অত্র কলেজের রোভার স্কাউট বিএনসিসি সদস্যগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।