কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মো. মোখলেচুর রহমান সহ ইউরোপিয় ইউনিয়ন ও বৃটিশ কাউন্সিলের প্রতিনিধি দল।
এ সময় তারা ইউনিয়ন পরিষদের সিটিজেন চার্টার, অভিযোগ বক্সসহ জন সেবার বিভিন্ন প্রক্রিয়া পরিদর্শন করেন। এর আগে ওই প্রতিনিধি দল বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে গণ শুনানী পরিদর্শন করেন।কচুয়া সদর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ প্রমূখ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে এবং বৃটিশ কাউন্সিলের তত্বাবধায়নে পলিসি ফর ডায়লগ (পিফরডি) প্রকল্পের মাধ্যমে সরকারী কাজের জবাবদিহিতামুলক কাজ চলছে।