মোঃ সাব্বির আহম্মেদ, জেলা প্রতিনিধি পিরোজপুরঃ
মঠবাড়িয়া উপজেলার পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্ পূর্তিতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবার ক্যাম্পেইন -২০২১ কার্যক্রমের সমাপণি অনুষ্ঠানে গত ১২ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।
উদ্যোক্তা নাঈম মাহমুদ এলাকার লোকজনের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিয়ে ইতোমধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি পৌর ডিজিটাল সেন্টারের পাশাপাশি ব্যাংক এশিয়া ব্যাংকিং লেনদেন কার্যক্রম চালু করেছেন। তিনি জনগণের দোরগোড়ায় তথ্য সেবা দেওয়ার চেষ্টা করছেন। নতুন এ কার্যক্রম উপকারভোগিদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ লোকেরা তাদের সুবিধামত স্থান থেকে এ সেবা গ্রহণ করতে পেরে খুবই খুশি। এছাড়া ইউনিয়ন পর্যায় সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিয়ে উদ্যোক্তা নাঈম মাহমুদ সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। তথ্যসেবা এসব কার্যক্রমের কারণে পিরোজপুর জেলা প্রশাসনের বিবেচনায় তিনি জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে বিবেচিত হয়েছেন।
পিরোজপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানিয়ে মঠবাড়িয়া পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নাঈম মাহমুদ বলেন, জেলা প্রশাসন আমাকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করায় আমার কাজকে আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আরও তৃণমূল মানুষের দোরগোড়ায় তথ্যসেবা পৌঁছে দিতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।