Nabadhara
ঢাকাসোমবার , ৮ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা  অজয় মজুমদারের পরলোক গমন

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৮, ২০২১ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার বিশিষ্ট সমাজ সেবক, ঔষধ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও  লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান অজয় কান্তি  মজুমদার (৮১) বার্ধক্য জনিত কারণে গত রবিবার দিবাগত রাতে ঢাকাস্থ একটি বেসরকারী হাসপাতালে পরলোক গমন করেন ।

তিনি লোহাগড়া পৌরসভার রথখোলা এলাকার বাসিন্দা এবং লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান কমলেশ মজুমদারের ছোট ছেলে। তার মরদেহ সোমবার নিজ বাড়ীতে আনা হয় এবং সেখানে রাষ্ট্রিয় মর্যাদায় ‘গার্ড অব অর্নার’ প্রদান শেষে জয়পুর পরশমনি মহাশ্মশানে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা জয়া মজুমদার ও অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনমুগ্ধকে রেখে গেছেন ।

ব্যক্তিগত জীবনে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি লোহাগড়া বালিকা বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর ভাবে শোকাহত।

এদিকে এ সংবাদের পর লোহাগড়া বাজারের দোকানপাঠ সহ সমগ্র  বাজার দুই ঘন্টা বন্ধ রাখা হয়।

অজয় মজুমদারের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র্র বোস, উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন, সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আব্দুস ছালাম খান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মারুফ সামদানী সম্পাদক রেজাউল করিম,  ওয়ার্কার্স পার্র্টির নেতা অধ্যাপক মলয়নন্দী সহ সকল সাংবাদিক বৃন্দ শোক জানিয়েছেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।