Nabadhara
ঢাকাশনিবার , ১৮ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস ও মুজিবশতবর্ষ উপলক্ষ্য কালকিনি পৌরসভার আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

Bayzid Saad
ডিসেম্বর ১৮, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ মিজানুর রহমান,কালকিনি প্র‌তি‌নি‌ধিঃ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মহান বিজয় দিবস ও মুজিবশতবর্ষ উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনি পৌরসভার উদ্যোগে পৌরসভা মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় শুরু করে এ অনুষ্ঠান রাত ১১টা দিকে শেষ হয়।

এতে পৌরসভার মেয়র এস.এম হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন সরদার ও কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যান্ড শিল্পী এ্যাশেস, কৌতুক শিল্পী লেবু মোল্লা, ডিউ-ছায়ানট সংগীত শিল্পী ফারিয়া মাহমুদ, চ্যানেল আইর শিল্পী আবিদ, ড্যান্স ফ্লোর একাডেমীর শিল্পী ঝিনুক ও খুলনা শিল্পকলা একাডেমীর মুক্তাসহ অনেক শিল্পীরা। এ সাস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার দর্শক উপস্থিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।