Nabadhara
ঢাকাশনিবার , ১৮ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় শিশু ছেলেসহ মা-বাবা আহত

Bayzid Saad
ডিসেম্বর ১৮, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শিশু ছেলেসহ মা-বাবা আহত হয়েছে । উপজেলার দেড় বোয়ালিয়া সাগর ফিলিং স্টেশনের সামনে শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, তুষার মল্লিক (৪২) ও সবিতা মল্লিক (৩৬) ও তাদের শিশু ছেলে (৭)। আহতদের বাড়ি অত্র উপজেলার চাঁদেরহাট গ্রামে।। আহতদেরকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। পরে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ(খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, দেড় বোয়ালিয়া মন্দিরে পদাবলী কীর্তন অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্য নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে যাত্রা করেন তারা। মন্দিরের পদাবলী কীর্তন অনুষ্ঠানে পৌঁছানোর পূর্বেই বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু সন্তানসহ ওই দম্পতি গুরুতর আহত হয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।