শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত দুইশত বছরের (২০০) প্রাচীনতম নিতাই-গৌর সুন্দর জিউর মন্দিরের দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্ষ-নিবার্হী কমিটি গঠন করা হয়েছে ।
শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মন্দির চত্বরে ডাঃ প্রবীর কুমার দে শ্যামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত্যনজ্ঞয়, রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর সদস্য কমল বালা,ব্যবসায়ী শান্ত সাহা, গৌতম দেওয়ান, সাবেক প্রফেসার বিমল কুন্ডু, বিকাশ বিশ্বাস প্রমুখ । পরে সবার মতামতের ভিত্তিতে লোহাগড়া উপজেলার বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রবীর কুমার দে শ্যাম কে সভাপতি ও অধ্যাপক দিপক কুমার সাহাকে সাধারণ সস্পাদক করে ৩১ বিশিষ্ট কার্ষ-নিবার্হী কমিটি গঠন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।