নবধারা ডেস্কঃ
“ব্যক্ত হোক জীবনের জয় তোমামাঝে অসীমের চিরবিস্ময়” প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন পত্রিকার নবধারার প্রতিনিধি সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২২ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য প্রদান করছেন নবধারার সম্পাদক কমরেড মেহেদী হাসান।
বার্তা সম্পাদক মোঃ বাইজীদ হোসেন সা’দ এর সঞ্চালনায় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিদ্ধেশ্বর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, বিশেষ অতিথি নবধারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম মিল্টন, সম্পাদক মন্ডলীর সদস্য চিত্রশিল্পী কামরুজ্জামান তালুকদার সাগর, অভিজিৎ সাহা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবধারার সম্পাদক কমরেড মেহেদী হাসান।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার মেজবা রহমান, স্টাফ রিপোর্টার (চিতলমারী) শফিকুল ইসলাম সাফা, মোল্লাহাট প্রতিনিধি শেখ শাহিনুর ইসলাম শাহিন, স্বরূপকাঠি প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।
নবধারা বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার গ্রহণ করেন স্টাফ রিপোর্টার (চিতলমারী) শফিকুল ইসলাম সাফা, মোল্লাহাট উপজেলা প্রতিনিধি শেখ শাহিনুর ইসলাম শাহিন, কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মেহেদি হাসানাত
সেরা কনটেন্ট ক্রিয়েটর ২০২১ পুরস্কার গ্রহণ করেন স্বরূপকাঠি প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।
নবধারার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিদ্ধেশ্বর মজুমদার সভাপতির বক্তব্য প্রদান করছেন।
সম্মেলনে নবধারার বিশেষ প্রতিনিধি সবিতা রায়, স্টাফ রিপোর্টার নাইমুল ইসলাম কল্লোল, নাজিরপুর প্রতিনিধি তৌহিদুল ইসলাম জিসান, নড়াইল জেলা প্রতিনিধি জিহাদুল ইসলাম, টুঙ্গিপাড়া প্রতিনিধি রাকিব চৌধুরী, কালকিনি এবং ডাসার প্রতিনিধি মিজানুর রহমান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস