Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন বশেমুরবিপ্রবি’র ৭ শিক্ষার্থী

Bayzid Saad
ডিসেম্বর ২৩, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ

 

প্রধানমন্ত্রীর নিকট হতে স্বর্ণপদক পেতে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি)  সাত শিক্ষার্থী।  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোরাদ হোসেন।

 

মনোনীত শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ আল আমিন, বাংলা বিভাগের তনিমা সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এসএম ইসমাইল হোসেন, আইন বিভাগের সুলতানা আঞ্জুমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের হাফিজুর রহমান ও কৃষি বিভাগের জেসমিন আক্তার।

 

বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ  হাবিবুল্লাহ আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস থেকেই প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়ার সপ্নে বিভোর ছিলাম। শিক্ষকদের ক্লাস,উপদেশ,বাবা,মা ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং আমার পরিশ্রমের কারনেই দীর্ঘ দিনের সপ্নটি আজ বাস্তবে রুপ নিতে যাচ্ছে, প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হতে পেরে আজ সত্যিই আমি অনেক আনন্দিত, দোয়া চাই সকলের কাছে যেন উচ্চতর গবেষণার মাধ্যমে এই দেশের জন্য কিছু করতে পারি।

 

মানবিক অনুষদের বাংলা বিভাগের শিক্ষার্থী তনিমা সুলতানা বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়া সবার জন্য গর্বের বিষয়। প্রথম সেমিস্টার থেকেই চেষ্টা করেছি প্রত্যেকটি পরীক্ষা ভালো করে দিতে। সবসময় ইচ্ছা থাকত সবার থেকে বেশি নাম্বার পাওয়া। তাই চেষ্টা করতাম পরীক্ষার খাতায় সবার থেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে। এগুলো আমার ভালো রেজাল্ট করতে সহায়তা করেছে। এতো ধৈর্যের প্রতিদান স্বরুপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক সত্যি অনেক আনন্দের।

 

উল্লেখ, ইউজিসি কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য অনুষদ ভিত্তিক সর্বোচ্চ ফলাফলধারীর তালিকা প্রেরণের ভিত্তিতে সাতজনকে মনোনীত করা হয়।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।