Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের মাইকে কোনো দাঙ্গা-হাঙ্গামা সংবাদ প্রচার করা যাবে না: গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী

Bayzid Saad
ডিসেম্বর ২৩, ২০২১ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা মসজিদ থেকে প্রচার করা যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এ দেশে উৎসবে ধর্মীয় ভেদাভেদ নেই। দেশে ধর্মীয় সম্প্রীতি আছে এবং থাকবে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে সব ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চাই। কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা মসজিদের মাইকে ধর্মীয় অপপ্রচার চালিয়ে দাঙ্গ হাঙ্গামা সৃষ্টি করে তবে এই দায়ভার তাকেই নিতে হবে।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর আব্দুল্লাহ আল শাহিন, গহরডাঙ্গা মাদ্রাসার মোহতামিম মুফতি রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান,  সিনিয়র সহ সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইলিয়াছুর  রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক  আবু-অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল-হক, সিনিয়র সাংবাদিক শেখ মোস্তফা জামান সহ অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংলাপে অংশগ্রহনকারীরা তাদের বক্তব্যে সব ধর্মের লোকজনকে মানবিক ও সবার প্রতি সবার সম্মানবোধ দেখানোর উপর জোর দেন।

এর আগে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি। এসময় ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।