কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় মোঃ বাদশা হাওলাদার (৩৩)ও গোবিন্দ কুমার মন্ডল (৩৮) নামে দুইজনকে মাদক সহ আটক করেছে কচুয়া থানা পুলিশ।
কচুয়া থানা পুলিশ জানায় যে, গতকাল বিকাল ৪টা ৩০ মিনিটে কচুয়া থানার অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলামের নেতৃতে এসআই সঞ্জয় মন্ডল সংগীয় এএসআই আজহারুল ইসলাম, এএসআই মোঃ হান্নান খান,সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন ছোট বগা গ্রামস্থ জনৈক মোহাম্মদ আলী শেখ পিং-মৃত তোফায়েল শেখ, সাং-ছোট বগা, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট এর বসত বাড়ীর সামনে মাদারতলা টু শিয়ালকাঠী পাঁকা রাস্তার উপর থেকে মাদক (গাজা) বিক্রি সময় হাতে নাতে মোঃ বাদশা হাওলাদার কে আটক করে । এছাড়া গত ২২ ডিসেম্বর এসআই মোঃ হাবিবুর রহমান, এসআই মোমরেজ আলী মোল্লা, এএসআই মোঃ তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন কচুয়া বাজারের বালী মার্কেটের সুনিল চন্দ্র মন্ডলের টেইলার্সের সামনে থেকে মাদক (গাজা) বিক্রি সময় হাতে নাতে গোবিন্দ কুমার মন্ডল কে আটক করে পরে এসআই সঞ্জয় মন্ডল ও এসআই মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক) ধারায় অপরাধ করায় আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন জন্য মামলা করেন। মামলা নং-১১/১১৪, তারিখ-২৩-১২-২১ ও মামলা নং-৯/১১২ ,তারিখ-২২-১২-২১।
আটককৃত মাদক ব্যবসায়ী মো: বাদশা হালদার গজালিয়া ইউনিয়নের মাদারতলা গ্রামের মোঃ বাবুল হাওলাদারের পুত্র ও গোবিন্দ কুমার মন্ডল মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের অনিল কৃষ্ণ মন্ডলের পুত্র।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                