
কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টিতেই নৌকা জয়ী হয়েছেন।
আজ রবিবার সকাল ৮টায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত শুরু হয়। বিরতিহীন ভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের ভীড় করতে দেখা যায়। তবে পুরুষ ভোটারদের থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এ উপজেলার ৭টি ইউনিয়নের সাদুল্লাপুর ইউনিয়নে সমর চাঁদ মৃধা খোকন, বান্ধাবাড়ী ইউনিয়নে মিজানুর রহমান মানিক, রাধাগঞ্জ ইউনিয়নে ভীম চন্দ্র বাগচী, শুয়াগ্রাম ইউনিয়নে যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, পিঞ্জুরী ইউনিয়নে আমিনুজ্জামান খান মিলন নির্বাচিত হয়েছেন।
এর আগে আমতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাফেজা বেগম ও কান্দি ইউনিয়নে তুষার মধু পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।