নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ নজির হাজরা (৮৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১২ ফেব্রুয়ারি সকাল ৮.৩০ মিনিটের সময় নাজিরপুরের বুইচাকাঠী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান এর উপস্থিতিতে পুলিশের চৌকস দল,বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃনজির হাজরাকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাইচ-চেয়ারম্যান মোঃমোস্তাফিজুর রহমান রঞ্জু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আঃলতিফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারী বিকেল ৩.২০ এর সময় উপজেলার বুইচাকাঠী তার নিজ গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।তিনি মৃত্যুকালে চার পুত্র, দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।