Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে চার শতাধিক মানুষের মাঝে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন

MEHADI HASAN
জানুয়ারি ৭, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে চার শতাধিক অস্বচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে। টুঙ্গিপাড়া জিটি স্কুল মাঠে ৫৫ পদাতিক ডিভিশন, যশোর সেনানিবাস এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

 

আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া জিটি স্কুল মাঠে অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার।তিনি মেডিকেল ক্যাম্পের বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের খোঁজ খবর নেন। এসময় ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন খান, ৭১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর অধিনায়ক কর্নেল জাকির, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ সেনা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চার শতাধিক বিভিন্ন রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে বিনামূল্যে ঔষধ দেয়া হয়।

 

৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার বলেন, সব সময়ের ন্যায় বাংলাদেশ সেনাবাহিনী যশোর অঞ্চলের সেনা সদস্যগণ দেশের সকল প্রয়োজনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।