শরিফুল ইসলাম, নড়াইলঃ
লোহাগড়ার মজুমদার কমপ্লেক্সের সত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অজয় কান্তী মজুমদারের মৃত্যুতে গতকাল শনিবার বিকালে তারই মজুমদার কমপ্লেক্সের ব্যবসায়ীদের উদ্যোগে এক সভা শোকসভা অনুষ্টিত হয়েছে ।
ডাঃ আশীষ কুমার ব্যানার্জীর সভাপতিত্বে শোকসভায় অজয় কান্তী মজুমদারের একমাত্র কন্যা জয়া ভদ্র মজুমদার, ডাঃ লিয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুজ্জামান ফরিদ, ইন্দ্রানীল মজুমদার মুক্তি, এলামুল হক তুহিন, সরদার আবদুল্লাহ-আর ফারুক লেবু প্রমুখ বক্তব্য রাখেন।