Nabadhara
ঢাকাশনিবার , ৮ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক বিকাশের টাকা উদ্ধার ও হস্তান্তর

MEHADI HASAN
জানুয়ারি ৮, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক বিকাশের টাকা উদ্ধার পূর্বক ভিকটিমের নিকট হস্তান্তর করা হয়েছে। গত ইং ২৯ ডিসেম্বর/২১ তারিখে লোহাগড়া থানার লক্ষ্মীপাশা গ্রামের অরূপ সাহার ছেলে অভিজিৎ সাহা (৩০) বিকাশে টাকা হারিয়েছে মর্মে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করেন।

পুলিশ সুপার তাৎক্ষণিক সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এ এস আই (নিঃ) জনাব কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে অভিযোগপত্রে বর্ণিত টাকা উদ্ধার করতে সক্ষম হন। অদ্য ০৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৫:৪০ টায় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) এর নির্দেশক্রমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সুকান্ত সাহা তার কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে সাইবার টিম কর্তৃক উদ্ধারকৃত ২৫০০০/- (পঁচিশ হাজার) টাকা ভিকটিমের নিকট হস্তান্তর করেন। অভিযোগকারী হারানো টাকা পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সদস্যদের ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।