স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে ইউএনও মোঃ মারুফুল আলম পদোন্নতি জনিত বদলি উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপর ১টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান, থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক,উপজেলা আ’লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস,এম, মাহাতাবুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপনা,সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন,বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার,উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম জিল্লুর রহমান রিগান,যুব উন্নয়ন অফিসার মোঃ সোহরাব হোসেন,শিক্ষা অফিসার মোঃ অমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ।