শরিফুল ইসলাম,নড়াইলঃ
২০ দলীয় জোটের শীর্ষ নেতা ,বিগত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থীএন,পি,পি চেয়ারম্যান ও সুপ্রীম কোর্টের আপিলবিভাগের সিনিয়ার আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ (কোভিড-১৯) ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন । সোমবারসকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে তিনি ভ্যাকসিন গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান নিজেই তাকে ভ্যাকসিন প্রয়োগ করেন। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও প্রবীন সাংবাদিক এ কে এম আকরামুজ্জামান মিলু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা বি এন পি’র যুগ্ন-আহবায়ক টিপুসুলতান, লোহাগড়া পৌর যুবদল নেতা মুসা মোল্যা, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও এনপিপি’র নড়াইল জেলা সভাপতি বেলাল আহমেদ, এন,পিপি’র লোহাগড়ার সাবেক সভাপতি কাজী শওকত হোসেন, ছাত্রদল নেতা তাইবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ।
ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরে তিনি স্বাভাবিক বোধকরছেন এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি । পরে তিনি সকলকে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের জন্য অনুরোধ করেন ।