Nabadhara
ঢাকাসোমবার , ১৭ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী

MEHADI HASAN
জানুয়ারি ১৭, ২০২২ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় ও পুনাক সভানেত্রী রুনু দে।

১৬ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ০৭:৪৫ টায় পুনাক ও জেলা পুলিশ নড়াইলের আয়োজনে নড়াইল পৌরসভা সর্বমঙ্গলা কালী মন্দির, রূপগঞ্জ ফাঁড়ি এলাকা ও নড়াইল সদর থানাধীন সিংগাশোলপুর ইউনিয়নের গোবরা মাঝিপাড়াসহ বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ক্রমেই শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তাই দুস্থ, অসহায়, সম্বলহীন ও দরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘব করতে তাদের পাশে দাঁড়ানো, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। এ সময় তিনি সকলকে সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর দপ্তর; মীর শরিফুল হক, ডিআই ও (১), জেলা বিশেষ শাখা; শওকত কবীর, অফিসার ইনচার্জ, সদর থানা; শিমুল কুমার দাস (ওসি ডিবি), জেলা গোয়েন্দা শাখা, নড়াইল, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।