Nabadhara
ঢাকাসোমবার , ১৭ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহানায়িকা সুচিত্রা সেনের আজ প্রয়ান দিবস

MEHADI HASAN
জানুয়ারি ১৭, ২০২২ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

সবিতা রায়, বিশেষ প্রতিনিধিঃ 

আজ বাঙালী পুরুষদের ক্র্যাশ সুচিত্রা সেনের ৮ তম প্রয়ান দিবস। বাঙালির ম্যাটিনি আইকন , জনপ্রিয় অভিনেত্রী সুচিত্রা সেন ২০১৪ সালের ১৭ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮২ বছর বয়সে । যদিও বাঙালির হৃদয়ে আজও অমলিন মহানায়িকা সুচিত্রা সেন ।

দুনিয়াজুড়ে তার অসংখ্য ভক্ত। সুচিত্রা সেনের জন্ম ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনায় । শৈশব কেটেছে সেখানেই । বাবা করুণাময় দাশগুপ্ত , মা ইন্দিরা দেবী । সুচিত্রা সেনের জন্মগত নাম রমা দাশগুপ্ত । তিনি সম্পর্কে কবি রজনীকান্ত সেনের নাতনি । ১৯৪৭ সালে দিবানাথ সেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯৫২ সালে চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন । প্রথম ছবি ‘শেষ কোথায় ‘ । যদিও সেটি মুক্তি পায়নি । ১৯৫৩ সালে মহানায়ক উত্তমকুমারের সঙ্গে ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দেন চলচ্চিত্র অঙ্গনে । তাঁর অভিনীত প্রথম হিন্দী ছবি ‘দেবদাস’ । ২৬ বছরের অভিনয় জীবনে ৬২ টি ছবিতে অভিনয় করেছেন । ১৯৭৮ সালে ‘প্রণয়পাশা’ ছবি করার পর তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যান । এরপর থেকে তিনি আর জনসমক্ষে আসেননি । তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত। ১৯৬৩ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাতপাকে বাঁধা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান । ১৯৭২ সালে পান পদ্মশ্রী সম্মান । পশ্চিমবঙ্গ সরকারের ‘বাংলাবিভূষণ’ সম্মাননা দেওয়া হয় তাঁকে । তিনি ছিলেন অসাধারণ ও মেধাবী অভিনেত্রী । তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পেয়েছিলেন । পর্দায় তাঁর ব্যক্তিত্বময়ী সাবলীল উপস্হিতি আধুনিক বাঙালি নারীর আইকন হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে তাঁকে । তাঁর পরিমিতি বোধ ছিল অসাধারণ । বাংলা চলচ্চিত্রের চির-সবুজ শ্রেষ্ঠ রোমান্টিক জুটি উত্তম-সুচিত্রা আজও বাঙালির হৃদয় জুড়ে স্হায়ী আসন পেতে বসে আছে।

আজ মহানায়িকার প্রয়ান দিবসে নবধারা পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।