শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীর হিজলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় থেকে রাত পর্যন্ত হিজলা বাজারে ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত সম্মেলনে হিজলা ইউপি চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী আবু শাহীনের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। এর আগে বিকাল ৩ টায় আনুষ্ঠানিক ভাবে যুব লীগের নেতা কর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ শেখ নজরুল ইসলাম ও যুগ্ম আহবায়ক এস,এম মাহাতাবুজ্জামান। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল, হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেন, সাধারণ সম্পাদক লিটন কাজী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শান্তনু রানা রুবল, খান আবেদুর রহমান রিয়াজ, ইব্রাহীম মুন্সী, শ্রীবাস রায়, ইউপি সদস্য মেহেদী হাসান সবুজ মুন্সী প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতি ক্রমে কাজী সাহীন কে সভাপতি ও নাইম খানকে সাধারন সম্পাদক করা হয়।