Nabadhara
ঢাকারবিবার , ২৩ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে স্বামীকে কুপিয়ে হত্যা করল স্ত্রীর প্রেমিকা 

MEHADI HASAN
জানুয়ারি ২৩, ২০২২ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

খালিদ বিন নাসির, ফকিরহাট  প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ফোন করে ডেকে নিয়ে স্বামীকে কুপিয়ে হত্যা করলো স্ত্রীর প্রেমিকা। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে আটটায় হোচলা গ্রামে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফকিরহাট উপজেলার হোসলা  গ্রামের মুকুন্দ বাগচীর পুত্র মধুবাগচী (৩২)তার নিজ গ্রামে হাডুডু খেলা দেখে বাড়ি এলে।হত্যাকারীরা ফোন করে বাড়ির পিছনে ডেকে নিয়ে যায়।সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। বাড়ির পিছনে ধানক্ষেতে তার আত্মচিৎকারে স্ত্রী তৃপ্তি বাকচি ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সংবাদ পেয়ে ফকিরহাট মডেল থানা অফিসার ইনচার্জ খাইরুল আনাম সহ অন্যান্য কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান।ওসি খায়রুল আনাম জানান মধু বাগচীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।  আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটা পারিবারিক কলহের জেরে হতে পারে । নিহতের স্ত্রী তৃপ্তি বাগচী  জানান পাশের গ্রামের জনৈক ব্যক্তি দীর্ঘদিন ধরে  আমাকে কু প্রস্তাব দিয়ে আসছিল আমি তাতে রাজি না হওয়াই  সেই আমার স্বামীকে ফোন করে ডেকে নিয়ে  হত্যা করেছে। আমি প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক সাজা দাবি করছি । নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান  পার্শ্ববর্তী সাতবাড়িয়া গ্রামের  জনৈক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মধু বাগচীর বাড়িতে আসা যাওয়া করতো। অনেক সময় তার স্ত্রী তৃপ্তি বাগচীর সঙ্গেও বিভিন্ন স্থানে তাকে  দেখা গেছে । পথের কাঁটা সরাতে এ ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা ।থানা পুলিশ  তাৎক্ষণিক জনৈক ঐ ব্যক্তি কে ধরার জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছ। এ ঘটনায় হত্যা মামলা হবে বলে ওসি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।